কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ জন কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে কুষ্টিয়ার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একাধিকবার নিষিদ্ধ সংগঠনের হয়ে গোপনে কার্যক্রম চালানোর অভিযোগে নজরদারিতে ছিলো কিছু চিহ্নিত মুখ। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাইপাস সড়কে একটি মিছিলের প্রস্তুতি চলছে। তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে ছাত্রলীগ পরিচয়ধারী ৬ যুবককে আটক করা হয়।
তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের লিফলেট, পোস্টার ও সংগঠনের কার্যক্রমে ব্যবহৃত কিছু সামগ্রী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম, পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জানিয়েছে, কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও চলছে আলোচনা। সংগঠন ব্যবহার করে গোপনে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার বিষয়টি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে প্রশাসনের কাছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুষ্টিয়াকে অস্থিতিশীল করতে কোনো অপচেষ্টাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান এক কর্মকর্তা। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ সংগঠনের নামে কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে রাষ্ট্রবিরোধী বা নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।