কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই যুবক।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নলুয়া গ্রামের আব্দুল বারীর ছেলে বিপুল (২৮) এবং ক্ষেমিড়দিয়ার এলাকার শামীম (৩০)।
নলুয়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক বলেন, দুপুরের পর থেকেই আকাশে কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় নিজ এলাকায় মাঠে কাজ করছিলেন বিপুল । হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপুলের ঘনিষ্ঠ বন্ধু সোহাগ বলেন, “বিপুল খুব পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার হঠাৎ মৃত্যুতে পুরো গ্রামে শোকের মাতম চলছে”
এদিকে ভেড়ামারা ক্ষেমিড়দিয়ার এলাকায় শামীম (৩০) নামেে আরেকজন যুবক বজ্রপাতেই মৃত্যুবরণ করেছে।
ক্ষেমিড়দিয়ার বাসিন্দা আবুল হোসেন বলেন, “শামীম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো, এমন সময় বিকট বজ্রপাতের আওয়াজ হয় । এরপর শামীম মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তার কাছে গিয়ে দেখি সে ছটফট করছে। তখন আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শামিমকে মৃত ঘোষণা করেন।