মোঃ সাজ্জাদ হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি
আজ ২৫ মে ২০২৫, কুষ্টিয়ার হাজী শরিয়তউল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক গুরুত্বপূর্ণ সম্মেলনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে কুষ্টিয়া জেলা জামায়াতের একটি ইউনিটের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের অঞ্চল টিমের সদস্য ও জামায়াতের সাবেক কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের বর্তমান আমীর মাওলানা আবুল হোসেন।
জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী (আমির হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারণা আপনাদের কাজ করতে আরও সহজ হবে। মানুষের দ্বারে গিয়ে তার কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবেন।’
উল্লেখ্য, কুষ্টিয়ার বাকি আসনগুলোর প্রার্থী নির্বাচন আগেই সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এমপি প্রার্থী ভাইস প্রিন্সিপাল মাওলানা বেলাল হোসেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৪ (খোকসা ও কুমারখালী) আসনে প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন।
এই সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়ার রাজনীতিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতির নতুন ধাপের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন দলটির নেতারা।