27 C
Dhaka
Tuesday, September 17, 2024

কুসিক নির্বাচন: ‘নৌকার পাশে সাদা বাটনে টিপ দিয়ে নীল বাটনে ক্লিক করুন’

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তবে ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করছেন নৌকা প্রার্থীর সমর্থক নেতাকর্মীরা এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বুথের মধ্যে ঢুকে নৌকায় ভোট দেয়ার জন্য নৌকা মার্কার এজেন্টরা ভোটের জন্য চাপ দিচ্ছেন। একইসঙ্গে ইভিএম মেশিনে নৌকার পাশে সাদা বাটনে টিপ দিয়ে নীল বাটনে ক্লিক করার জন্য সাধারণ ভোটারদের চাপ প্রয়োগ করেন। এমনটাই অভিযোগ করেছেন সাধারণ ভোটাররা।

বুধবার বেলা সাড়ে দশটার দিকে কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে গিয়ে এমন অভিযোগের সত্যতা মেলে। ভোট কেন্দ্রে পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটাররা কেন্দ্রে এলে নৌকার এজেন্টরা নৌকার পাশের বাটনে ক্লিক করার কথা বলেন। একইসঙ্গে নৌকায় ভোট চেয়ে স্লোগান দেন।

সাধারণ ভোটাররা বলেন, বুথে ভেতরে ও বাইরে নৌকার সমর্থক লোকজনের পাশাপাশি বহিরাগতরা অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের বিরুদ্ধে কেউ কথা বলছে না।

এ বিষয়ে প্রিজাইডিং কমকর্তা তারেক রহমান বলেন, আমাদের কিছু করার নেই।

ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়ে যাচ্ছে। ইভিএমে ভোট নিতে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি।

উল্লেখ্য, এটি কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড। তবে ভোট কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্ট থাকলেও টেবিল ঘড়ি মার্কার এজেন্ট দেখা যায়নি।

সূত্র: মানবজমিন

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...