বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। প্রবীর মিত্রের মৃত্যুর খবরটি শোকের ছায়া ফেলেছে চলচ্চিত্র ও নাট্যজগতের অগণিত ভক্ত-অনুসারীদের মধ্যে।
প্রবীর মিত্র জন্মগতভাবে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। কিন্তু এক সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ধর্মান্তরের পেছনে কী কারণ ছিল, তা নিজেই এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন প্রবীর মিত্র। তিনি জানিয়েছিলেন, আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া। তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, ধর্মান্তরটি মূলত ব্যক্তিগত জীবন সম্পর্কিত এক বিশেষ প্রয়োজনের কারণে হয়েছিল।
ধর্ম নিয়ে প্রবীর মিত্রের মতামতও ছিল পরিষ্কার। তিনি বলেছিলেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই। সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। মানুষ সবার ওপরে। তার এই বক্তব্যে তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ধর্মের প্রতি শিথিল মনোভাব ফুটে উঠেছে, যা তার জীবনযাত্রার প্রতিফলন।
প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল প্রবীর কুমার মিত্র। তিনি পুরান ঢাকায় বেড়ে ওঠেন এবং স্কুলজীবন থেকেই নাট্যচর্চায় জড়িত হন। উল্লেখ্য, তিনি স্কুলে পড়াশোনা করার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন, যা তার অভিনয় জীবন শুরু করার অন্যতম বড় ভিত্তি ছিল।