কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় আহত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তিনি মারা যান।
নিহতের নাম ইয়াসিন (১২) ।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.বাচ্চু মিয়া জানান, ইয়াসিনের শরীরে ২৮ শতাংশ পোড়া ছিল। তিনি সকাল সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি জানান, তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গত ৩০ আগস্ট কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বাড়ির গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য গুরুতর দগ্ধ হন। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর দগ্ধ মারিয়া আক্তার (৮) মারা যায়। শাহাদাত হোসেন (২০) ও তার দাদি বেগম (৬০) শুক্রবার মারা যান। সোমবার একই হাসপাতালে দগ্ধ পান্না বেগম (৫০) মারা যান এবং মঙ্গলবার সোনিয়া আক্তার (২৬) মারা যান।