জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের ৫৩ তম ব্যাচের আফসানা রাফি নামের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিক্ষার্থী আফসানা রাফি নতুন কলা ভবন থেকে বেরিয়ে নতুন প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় লাইব্রেরী সংলগ্ন রাস্তা দিয়ে একটি রিকশা এসে সজোরে ধাক্কা দেয় তাকে। এ অবস্থায় গুরুতর আহত হলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এবং পরে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সূত্রে জানা যায়, আহত হবার পর মেডিকেলে নিয়ে গেলে প্রাথমিক ভাবে ধারণা করা হয় শিক্ষার্থীর মুখের নিচের ম্যান্ডিবল, কয়েকটি দাঁত ভেঙ্গে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, ‘তাকে এখানে নিয়ে আসা হলে শারীরিকভাবে কোন সাড়া ছিল না। পরে ইসিজি করা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।’
বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে। হাসপাতালে আমার সহকর্মী উপ- উপাচার্য (প্রশাসন) গেছেন। একইসাথে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি।