শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ক্রিকেটাররা আর্জেন্টিনার ম্যাচ দেখলে হতাশ হবেন ডমিঙ্গো!

১৮ জানুয়ারি, ২০২৫

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় পুরো বিশ্বেই ক্রিকেট এখন উপেক্ষিত বলা চলে। অস্ট্রেলিয়া উইন্ডিজ সিরিজ বা পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট খুব করে দর্শক টানতে পারেনি। তবে কিছুটা ব্যতিক্রম ছিলো বাংলাদেশ-ভারত সিরিজ। ওয়ানডে সিরিজ নিয়ে মেতেছিলেন দর্শকরা। ওয়ানডে সিরিজ জেতার পর এবার পালা টেস্টের।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে। আর এর আগে বিশ্বকাপে আজ আছে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনাল। ব্যাপক দর্শকপ্রিয় আর হট ফেভারিট আর্জেন্টিনা যেখানে মোকাবেলা করবে গতবারের রানারআপ ক্রোয়েশিয়ার।

আজ রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটার আর্জেন্টিনার সমর্থক। আর এমন ম্যাচ মিসই করতে চাইবেন কজন। কাজেই রাত জেগে খেলা দেখার সম্ভাবনা রয়েছে ক্রিকেটারদের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেওভুঠে এলো সেই প্রসঙ্গ।  তবে এ ব্যাপারে অনীহা আছে রাসেল ডমিঙ্গোর। বরং রাত জেগে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ দেখার পক্ষে নন টাইগারদের কোচ। তার মতে রাত জেগে খেলা দেখলে হতাশ হবেন তিনি

ডমিঙ্গো ক্রিকেটারদের খেলা দেখা নিয়ে বলেন, ‘সকালে ম্যাচ আপনাকে ঘুমাতে যেতে হবে। খুবই সাধারণ বিষয়। ভোর তিনটায় রাত জেগে আপনি খেলা দেখতে পারেন না, যখন সকাল সাড়ে নয়টায় টেস্ট ম্যাচ শুরু হবে। আমার মনে হয়, খেলা দেখা হবে স্টুপিড ব্যাপার। তারা যদি এটা করে, আমি খুব হতাশ হবো। ’

অবশ্য এরইমাঝে টেস্ট নিয়ে কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের সবচে গুরুত্বপূর্ণ তারকা সাকিব আল হাসান অনেকটাই অনিশ্চিত ইঞ্জুরির কারণে। দলের উপর এখন তাই বাড়তি ভাবনাই ভাবতে হবে কোচ ডোমিঙ্গোকে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ