শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো:প্রধানমন্ত্রী

১৮ জানুয়ারি, ২০২৫, ০৫:০৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে পরবর্তী সাধারণ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখবো এবং জনগণের সেবা করবো।

বুধবার (১১ জানুয়ারি) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়ার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটা জানান। 

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, কারণ সরকার বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ