খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবের গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মূলত গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি অভিযানে গেলে ইউপিডিএফের সাথে গোলাগুলি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছ হটে।
এ সময় অভিযান চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
মাটিরাঙ্গা ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সুত্রে এ জানায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফ মূল সংগঠনের (প্রসীত) সাথে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালায় বিজিবি। ঘটনাস্থল থেকে রাইফেল, পিস্তল, শর্টগান, গুলিসহ ইউপিডিএফর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিকেলে এ বিষয়ে বিজিবি যামিনী পাড়া জোন থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে।