ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ।
রবিবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্যানার টানিয়ে প্রতিবাদ জানান এই নির্মাতা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি স্ট্যাটাস লিখেছেন।
গত বছরের ২৭ আগস্ট জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাকে গ্রেপ্তার করা হয়। তার নামে ২০২০ সালে যখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় তখন তিনি ১৭ বছর বয়সী। অথচ তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলাটি করা হয়।
খাদিজার অপরাধ ছিল তিনি একটি ফেসবুক ওয়েবিনার হোস্ট করেছিলেন, যেখানে একজন অতিথি বক্তা বিতর্কিত মন্তব্য করেছিলেন। ইতোমধ্যে ঢাকার একটি আদালতে খাদিজার জামিন আবেদন কয়েক দফায় নাকচ হয়েছে।
এ বিষয়ে নির্মাতা আশফাক নিপুণের ফেসবুক পোস্টটি ফেস দ্যা পিপল পাঠকদের জন্য তুলে ধরা হলো–
‘গত বছর এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরা (বয়স ২০) কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় এক ওয়েব শো সঞ্চালনা করার অভিযোগে। গত এক বছরে বহুবার জামিনের আবেদন করা হলেও তার জামিন হয়নি। খাদিজার পরিবারের মতে তার কিডনিতে স্টোন পাওয়াও গেছে। সে অসুস্থ। সকল বর্ষপূর্তি আনন্দের হয়না। কিছু বর্ষপূর্তি হয় লজ্জার। খাদিজার ৩৬৫ দিন কারাগারে থাকাও আমাদের জন্য লজ্জার। অবিলম্বে খাদিজার নি:শর্ত মুক্তি চাই। নাগরিকের প্রতি সকল প্রকার হয়রানির অবসান চাই।’