কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিয়ে কষ্ট করতে হবে না। তাদের কাছে কম দামে খাবার পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টার সম্মেলন কক্ষে খাদ্য নিরাপত্তা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাময়িক একটু কষ্ট হলেও খাদ্যের জন্য হাহাকার করার মতো পরিস্থিতি হতে দেয়া যাবে না। ১ কোটির বেশি মানুষকে কম দামে চাল দেয়ার কাজ শুরু হয়েছে। ইউরিয়া সারে এখনও সরকারকে ৬০ টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে, যা পৃথিবীর কোনো দেশে নেই।
এ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কৃষি সচিবসহ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার বক্তব্য রাখেন।