লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল, এবং পরিবারের সদস্যদের সঙ্গে থাকার কারণে মানসিকভাবে তিনি আগের চেয়ে ভালো আছেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি এবং ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখছেন। শারীরিক অবস্থার উন্নতি হলেও তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
তিনি জানান, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান এবং নাতনিরা ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তার যত্ন নিচ্ছেন, ফলে মানসিকভাবে তিনি অনেকটা সুস্থ এবং আগের চেয়ে ভালো অনুভব করছেন।
গত ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হন। প্রায় ১৭ দিন হাসপাতাল ভর্তি থাকার পর, ২৪ জানুয়ারি রাতে তিনি তার ছেলের বাসায় উঠেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।