বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাতজন অন্যান্য আসামির বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় আজ (১৯ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রায় প্রদান করবেন। গত ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত আজকের রায় ঘোষণার দিন নির্ধারণ করে।
এ মামলায় খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম আদালতে হাজির ছিলেন। দুদকের পক্ষ থেকে মামলার আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করা হয়, আর আসামিপক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অপ্রমাণিত দাবি করে খালাসের আবেদন করেন।
এ পর্যন্ত ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
নাইকো দুর্নীতি মামলাটি ২০০৭ সালে দুদক দায়ের করে, যেখানে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা বলে অভিযোগ করা হয়েছে।
এর মধ্যে সাবেক মন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।