শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে মিছিলের পূর্বে ইসলামিয়া কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রুমানা মাহমুদ বলেন, আজকের এই মিছিল ও গণসমাবেশে জনগণের উপস্থিতিই প্রমাণ করে দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়। তার এই জনপ্রিয়তায় হিংসা করে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। তিনি এখন ভীষণ অসুস্থ তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরী। কিন্তু শেখ হাসিনা বিদেশে যেতে দিচ্ছে না এই সমাবেশ থেকে দাবী জানাচ্ছি অনতিবিলম্বে দেশনেত্রীকে বিদেশে পাঠান, তা না হলে দেশনায়ক তারেক রহমান যে আন্দোলনের ডাক দিবে সেই আন্দোলনে উত্তরবঙ্গের সিংহ পুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু’র নেতৃত্বে সিরাজগঞ্জ থেকেই আমাদের নেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করবো ইনশাআল্লাহ্।
সমাবেশে স্বাগত বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আপনারা অবৈধ ভাবে ক্ষমতায় এসে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রেখেছেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেন না, নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন, সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। এর পরিনাম ভালো হবেনা। জনগণ আপনাদের থেকে মুক্তি চায়। তারেক রহমানের নেতৃত্বে এবার জনগণ মুক্ত হবেই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ সহ অনেকে।
সমাবেশ শেষে মিছিলটি ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে ইবি রোড, গোশালা, রেলগেট, স্টেডিয়াম রোড হয়ে আবার ইসলামিয়া কলেজ মাঠে এসে শেষ হয়।