29 C
Dhaka
Sunday, September 8, 2024

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ, সমাবেশ পণ্ড

ডেস্ক রিপোর্ট:

খুলনায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশে আগত নেতা-কর্মীদের বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে প্রেসক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ মে) বিকেল ৪টায় সমাবেশস্থল খুলনা প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছোড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, সরকারের পদত্যাগ, মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আহ্বান করে বিএনপি। সমাবেশে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে আগত নেতা-কর্মীদের পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সমাবেশ লক্ষ্য করে পুলিশ গুলি, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ শুরু করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ সময় সমাবেশস্থল ও আশপাশে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ।

দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। হঠাৎ করে টিয়ারশেল-গুলি নিক্ষেপ করা হয়েছে। বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার আছে সভা-সমাবেশ করার। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা কেন আসবে?’

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সাউথ) মো: তাজুল ইসলাম বলেন, খুলনা প্রেসক্লাবে সমাবেশ শুরুর সাথে সাথে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আসার পর রাস্তা বন্ধ করে প্রোগ্রাম শুরু করে। এ সময় আমরা পেছনে সরে গেলে উচ্ছৃঙ্খল নেতা-কর্মী আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। আমরা বাধ্য হয়ে টিয়ারসেল এবং গ্যাসগান নিক্ষেপ করি। এ পর্যন্ত আমরা ১০ জনকে আটক করেছি। আমাদের বেশ কিছু সদস্য আহত হয়েছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...