বর্তমান সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তিক্ষেত্রে ক্ষতি সাধনসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৩৮ জনের নাম উল্লেখ করে ৮০ জনের নামে মামলা করা হয়েছে।
রবিবার খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন কবির বাদি হয়ে এ মামলা করেন।
এসআই শাহিন কবির বলেন, ৩ ডিসেম্বর রাত ৯টা ৫৫মিনিটে আসামিরা বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষ্যে টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধনসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতা করার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষতিকর কাজের ষড়যন্ত্রমূলক কাজের উদ্দেশ্যে সমবেত হয়।
যা ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৫ (৩) ২৫- দ্য এক্সপ্লোসিভ সাবসটেন্সেস অ্যাক্ট ১৯০৮ এর ৪ ধারার অপরাধ করেছে বলেও জানান এসআই।