রবিবার, ২০ জুলাই, ২০২৫

খুলনা প্রেসক্লাবে কী ঘটেছিল, জানালেন শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

সোশ্যাল মিডিয়ায় গতকাল সন্ধ্যার পর থেকেই একটি খবর ছড়িয়ে পড়ে-দেড় শতাধিক বিক্ষোভকারী খুলনা প্রেসক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে অবরুদ্ধ করে রেখেছে। এর পরই দেশজুড়ে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তেমন কোনো ঘটনা ঘটেনি বলেই নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজেই।

শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম খুলনা প্রেসক্লাবের ওই ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, ‘দিনব্যাপী সফরে আজ আমরা খুলনায় এসেছিলাম। আমার সঙ্গে প্রেস উইংয়ের দুজন সহকর্মীও ছিলেন। খুলনা ডিসি অফিসে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল। সেখানে সংবাদ সম্মেলন শেষ করে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি। সেখান থেকে আমরা খুলনা প্রেসক্লাবে যাই। তখন একজন কর্মকর্তা আমাদের খুলনা প্রেসক্লাবের কিছু কক্ষ দেখাচ্ছিলেন, যেগুলো স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয়েছিল।’

প্রেস সচিব লিখেছেন, ‘ওই সময় প্রায় ২০০ জন বিক্ষোভকারী একটি প্রতিবাদী মিছিল নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে আসেন। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছিলেন। সাংবাদিকরা জানালেন, তারা তিন দিন ধরে একই দাবিতে বিক্ষোভ করছেন।’

শফিকুল আলম লেখেন, ‘বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদের বিষয়টি জানাতে আমার কাছে এসেছিলেন। খুলনা প্রেসক্লাবের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষ করে আমি ক্লাবের নিচে নেমে আসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে। আমরা ধৈর্য সহকারে তাদের অভিযোগ শুনেছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে, তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব।’

খুলনা প্রেসক্লাবের ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিক্ষোভকারীরা। সবশেষে প্রেস সচিব লিখেছেন, ‘আমরা সেখানে (খুলনা প্রেসক্লাব) চা-বিস্কুট খেয়েছি। এর প্রায় ৩০ মিনিট পর খুলনা প্রেসক্লাব থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি।’

এদিকে আন্দোলনকারীরাও সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে তারা গিয়েছিলেন তাদের দাবিদাওয়া জানাতে, তাকে অবরুদ্ধ করতে নয়।

শনিবার (২৮ জুন) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আমরা অবরুদ্ধ করিনি।’

সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘তিনি (প্রেস সচিব) আমাদের খুলনার অতিথি। আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (কেএমপি) জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবির বিষয়টি তাকে জানাতে গিয়েছিলাম। গত চার দিন যে আন্দোলন করছি, খুলনার আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে— এসব বিষয় আমরা প্রেস সচিবকে জানাতে গিয়েছি। আমরা চেয়েছি খুলনার পরিস্থিতি তিনি প্রধান উপদেষ্টাকে জানান।’

এই ছাত্র নেতা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমাদের ২৪ ঘণ্টার মধ্যে অবগত করবেন বলে জানিয়েছেন। আমরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করব।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আগামী ৩ দিনের মধ্যে উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ

আগামী দু-তিন দিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস...

কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়া সেই সিইওর পদত্যাগ

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক দৃশ্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কোল্ডপ্লের কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ এক দৃশ্য ভাইরাল হয়ে পড়ে। এর জেরে এবার পদত্যাগ করেছেন নিউইয়র্কভিত্তিক...

১৯ বছরের কোমা শেষে সৌদি রাজপুত্রের মৃত্যু

দীর্ঘ ১৯ বছর কোমায় থাকার পর মৃত্যুবরণ করেছেন সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল।দীর্ঘদিন কোমায় থাকার সুবাদে একসময় গোটা দুনিয়ার...

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও ভরসা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অনাস্থা প্রকাশ করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারার ওপর।যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শারার মতো নেতার...

সম্পর্কিত নিউজ

আগামী ৩ দিনের মধ্যে উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ

আগামী দু-তিন দিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য...

কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়া সেই সিইওর পদত্যাগ

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক দৃশ্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কোল্ডপ্লের কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ এক...

১৯ বছরের কোমা শেষে সৌদি রাজপুত্রের মৃত্যু

দীর্ঘ ১৯ বছর কোমায় থাকার পর মৃত্যুবরণ করেছেন সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ...