বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছি। কিন্তু এখনো দেশের মানুষ প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত।
গতকাল সোমবার (২৬ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য মুক্তিপ্রাপ্ত সাবেক সভাপতি জাকির খান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও ভার্চুয়ালি দলের নেতাকর্মী ও জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। সংকটকালে তার নেতৃত্বে দেশজুড়ে ঐক্য গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গুরুত্বপূর্ণ সহায়তা করেছে। আন্দোলন, প্রতিরোধ এবং রাজনৈতিক চাপ সৃষ্টির ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন,জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই সংগ্রামে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অনেক মিথ্যা মামলার শিকার হয়েছেন। তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে।
এ সময় ছাত্রদল নেতা জাকির খান সম্পর্কে গয়েশ্বর বলেন, জাকির সাহসী ও সংগ্রামী নেতা। স্বৈরাচারের সময় হামলা-মামলার মধ্য দিয়ে তার রাজনৈতিক চেতনা গড়ে উঠেছে। তার ভবিষ্যতের পথচলায় আমরা শুভকামনা জানাই।
তিনি বিএনপির সব স্তরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখনই সময় ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াই চালিয়ে যাওয়ার।