বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের কার্যকর করার একটি মাত্র উপায় সেটি হচ্ছে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন।
শনিবার(৩০ আগস্ট) দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে তিনি এসব বলেন।
মঈন খান বলেন, এই সুষ্ঠ এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে, বাংলাদেশের মানুষ নির্বাচন করবে।
তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনে নিজেদের মতামত দিবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে, তারাই সরকার গঠন করবে।