বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeআন্তর্জাতিকগণভবনে টিউলিপের প্রচারপত্র

গণভবনে টিউলিপের প্রচারপত্র

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস, গণভবনে সম্প্রতি একটি অপ্রত্যাশিত দৃশ্য দেখা গেছে। ৫ আগস্ট, ছাত্র-জনতার বিক্ষোভের সময় হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়লে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, সেখানে নানা জিনিসপত্র ছড়িয়ে পড়ে। সম্প্রতি, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের (সানডে টাইমস) এক প্রতিবেদক গণভবনে প্রবেশ করার সুযোগ পান এবং তিনি সেখানে কিছু অদ্ভুত জিনিস দেখতে পান।

সাংবাদিক জানাচ্ছেন, গণভবনে প্রবেশের পর তিনি টিউলিপ সিদ্দিকের প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার, নামী ব্র্যান্ডের শপিং ব্যাগ, দামি কলমের মোড়ক, বিদেশি বিশিষ্টজনদের উপহার দেওয়া পোশাক-গয়না, তৈজসপত্রসহ নানা ধরনের সামগ্রী এখানে-সেখানে পড়ে থাকতে দেখেন। এই জিনিসগুলো সরিয়ে নেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, গণভবনটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে আনসার সদস্যরা পাহারা দিচ্ছেন। সাধারণ মানুষকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণভবনে অতিরিক্ত নিরাপত্তার কারণে এটি বর্তমানে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

হাসিনা, যিনি কড়া পাহারায় গণভবনে বসবাস করতেন, ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর, হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়ে। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার পায়।

সাম্প্রতিক এই প্রতিবেদনের মাধ্যমে গণভবনে ঘটমান পরিস্থিতি এবং সেখানে টিউলিপ সিদ্দিকের প্রচারপত্রসহ অপ্রত্যাশিত জিনিসপত্রের দেখা মিলেছে, যা একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সূত্র: দ্য টাইমস

spot_img

সর্বশেষ

আরও সংবাদ