বুধবার, ১২ মার্চ, ২০২৫

গণহত্যা-দুর্নীতির জন্য ক্ষমা না চাইলে আ.লীগ রাস্তায় নামতে পারবে না: প্রেস সচিব

-বিজ্ঞাপণ-spot_img

সম্প্রতি আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগকে দেশের রাস্তায় কোনো ধরনের কর্মসূচি বা প্রতিবাদ করতে দেওয়া হবে না। তার মতে, যতক্ষণ না দলটি গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা চায়, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করার সুযোগ দেওয়া হবে না।

এছাড়া তিনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেসব অপরাধে জড়িত, তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে, ২০১৩-২০১৪ সালের সময়কালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যাকাণ্ড, এবং দুর্নীতির অভিযোগ ওঠে। শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অত্যাচার এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, যার ফলে অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছিল। তিনি ২০১৩ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন।

ফেসবুকে একটি পোস্টে শফিকুল আলম আরও বলেছেন, “যতদিন না আওয়ামী লীগ তার গণহত্যা, খুন এবং দুর্নীতির জন্য ক্ষমা চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, এবং দলটির নেতারা ফ্যাসিবাদী আদর্শ থেকে বের না হয়ে আসে, ততদিন পর্যন্ত তাদের কোনো ধরনের প্রতিবাদ বা কর্মসূচি করতে দেওয়া হবে না।”

এছাড়াও তিনি আওয়ামী লীগের পতাকাতলে অবৈধ বিক্ষোভ বা সমাবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা বলেন এবং সতর্ক করেন যে, কেউ যদি এই ধরনের কর্মসূচি করার চেষ্টা করে, তবে তাকে আইনগত ব্যবস্থা নিতে হবে।

শফিকুল আলম তার পোস্টে আরও উল্লেখ করেছেন, আগস্ট মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করেনি। তবে, আওয়ামী লীগ যখন প্রতিবাদ করতে বের হয়, তখন সরকার এতে সহযোগিতা করবে না, কারণ তাদের কর্মকাণ্ড দেশের জনগণের জন্য হানিকারক। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিবাদ করার অধিকার থাকা উচিত, কিন্তু কোনো সরকার দুর্নীতি, খুন এবং মানবাধিকার লঙ্ঘনকারী দলের সঙ্গে আপস করতে পারে না।”

এদিকে, তিনি আরও জানিয়েছেন, আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা ১৬ বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, অবৈধ অর্থপাচার, এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের একটি রিপোর্টও তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা তার শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করতে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং গণহত্যা চালিয়েছেন। এসব কারণে সরকার আওয়ামী লীগকে কোনো ধরনের আন্দোলন বা প্রতিবাদ করার সুযোগ দিতে পারে না।

শফিকুল আলম তার পোস্টে আরও দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, এবং তার পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার ও পাচারের সঙ্গে জড়িত। তার কথায়, “বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ জনগণের প্রতি প্রতিশোধ নেওয়া হয়েছে, এবং প্রায় ষাট লাখ বিরোধীদলীয় নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

সবশেষে, শফিকুল আলম সতর্ক করে দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বাংলাদেশে সহিংসতার পরিবেশ তৈরি করতে দেবে না, এবং সরকারের পক্ষ থেকে দেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চোরাচালানীদের ধরতে ধাওয়ার সময় কালভাটে ধাক্কা লেগে বিজিবি সদস্য নিহত

বেনাপোল পুটখালী সীমান্তে চোরাচালানীদের ধরতে ধাওয়া করার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এসময় আরো এক বিজিবি সদস্য আহত হন। ...

ভারতীয় মিডিয়ায় প্রচারিত মিথ্যা তথ্যের প্রতিবাদ জানালো বাংলাদেশ সেনাবাহিনী

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় কিছু মিডিয়ায় প্রচারিত প্রতিবেদন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। কারণ এসব প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরে একটা 'ক্যু' হয়েছে এমন...

শাহাবাগের বিরুদ্ধে স্লোগানে মধ্যরাতে উত্তাল জাবি

মব সন্ত্রাসের প্রতিবাদে এবং শাহবাগে জুডিশিয়াল কিলিং এর বিচার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (১২ মার্চ) রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের...

নারী নির্যাতনের মামলায় কারাগারে এসপি, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা

নাটোরে নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হককে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আদালত থেকে...

সম্পর্কিত নিউজ

চোরাচালানীদের ধরতে ধাওয়ার সময় কালভাটে ধাক্কা লেগে বিজিবি সদস্য নিহত

বেনাপোল পুটখালী সীমান্তে চোরাচালানীদের ধরতে ধাওয়া করার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য...

ভারতীয় মিডিয়ায় প্রচারিত মিথ্যা তথ্যের প্রতিবাদ জানালো বাংলাদেশ সেনাবাহিনী

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় কিছু মিডিয়ায় প্রচারিত প্রতিবেদন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।...

শাহাবাগের বিরুদ্ধে স্লোগানে মধ্যরাতে উত্তাল জাবি

মব সন্ত্রাসের প্রতিবাদে এবং শাহবাগে জুডিশিয়াল কিলিং এর বিচার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে...
Enable Notifications OK No thanks