বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গাইবান্ধা উপনির্বাচন, অনিয়মে জড়িতদের শাস্তি হবে:নির্বাচন কমিশনার

-বিজ্ঞাপণ-spot_img

নির্বাচন কমিশনার মো.আলমগীর বলেছেন, গাইবান্ধা–৫ আসনের উপনির্বাচনে যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তার সংখ্যা যতই হোক, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জানতে চাওয়া হলে–গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করে দেওয়া আইওয়াশ–এমন আলোচনা আছে, আসলেই তা-ই কি না, এর জবাবে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশনের ‘আইওয়াশ’ করা না করার কোনো সুযোগ নেই। ইসি কারও পক্ষে বা বিপক্ষে নয়। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা ইসির দায়িত্ব। নির্বাচন যতক্ষণ না সুষ্ঠু হবে, ততক্ষণ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন করা হবে।

তিনি বলেন, তারা(ইসি) নির্বাচন ভবন থেকে সিসিটিভির মাধ্যমে গাইবান্ধা–৫ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন। সেখানে দেখা গেছে, অনেক কেন্দ্রে ভোটের গোপন কক্ষে ভোটার আঙুলের ছাপ দেওয়ার পর পোলিং এজেন্টরা ভোটের বাটন চেপে দিচ্ছেন। এটি দেখে প্রিসাইডিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হলেও সে অনুযায়ী কাজ করেননি।

অপরাধীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার নির্দেশও মানা হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রিসাইডিং কর্মকর্তারা শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, এমনটিও কমিশন দেখেনি। তাই আইন অনুযায়ী যা করা উচিত ইসি সেটা করেছে।

মো. আলমগীর বলেন, ওই সব অনিয়মের ঘটনার তদন্ত চলছে। প্রিসাইডিং কর্মকর্তারা কি স্বেচ্ছায় এসব অনিয়ম করেছেন, নাকি কোনো চাপে পড়ে করেছেন, নাকি সহযোগিতা চেয়েও পাননি—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি প্রমাণ হয় স্বেচ্ছায় এমনটি করেছেন, শৃঙ্খলা ফিরিয়ে আনার সুযোগ থাকলেও কেউ সে সুযোগ নেননি, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইসি তাদের দুই মাস পর্যন্ত সাময়িক অব্যাহতি দিতে পারে জানিয়ে তিনি বলেন, এ ছাড়া অপরাধী কর্মকর্তাকে চাকরিচ্যুত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি বাস্তবায়ন করে ইসিকে জানাতে হবে।

আরেক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, এমনটা সাদা কাগজে লিখিত দিয়েছেন গাইবান্ধা–৫ আসনের অনেক প্রিসাইডিং কর্মকর্তা।

তারা এটি করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, এ ধরনের এখতিয়ার তাদের নেই। তবে তারা এমনটা আসলে করেছেন কি না, ইসি জানে না। ইসি বা রিটার্নিং কর্মকর্তার কাছে এ ধরনের কিছু দেওয়া হয়নি।

তিনি জানান, প্রিসাইডিং কর্মকর্তাদের কিছু লিখতে হলে নির্দিষ্ট ফরমে দিতে হয়। যদি তদন্তে প্রমাণ হয় এ ধরনের কাজ তারা করেছেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পাঁচবিবিতে আইপিএম সমবায় স্থবির, সদস্যদের সঞ্চয় অনিশ্চিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের আইপিএম সদস্য বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও ভেলকিবাজিতে কার্যত স্থবির হয়ে পড়েছে। সদস্যদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা আজ কেবল...

সাজিদ হত্যা ও স্বৈরাচারের বিচারের দাবিতে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনীদের গ্রুেফতার ও আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল...

কুমিল্লা-সিলেট মহাসড়ক;টেকসই সংস্কার ও চার লেনে উন্নীত করণের দাবীতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

আব্দুল আলীম/ দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা, সড়কের নাজেহাল অবস্থা, নিম্নমানের সংস্কারে খানাখন্দ, যানজট নিরসন, দূর্ঘটনা, জনদুর্ভোগ ও সড়কের দুই পাশে  মাটি...

ব্রাহ্মণবাড়িয়ায়  অর্ধ কোটি  টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ আগষ্ট)...

সম্পর্কিত নিউজ

পাঁচবিবিতে আইপিএম সমবায় স্থবির, সদস্যদের সঞ্চয় অনিশ্চিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের আইপিএম সদস্য বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও ভেলকিবাজিতে...

সাজিদ হত্যা ও স্বৈরাচারের বিচারের দাবিতে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনীদের গ্রুেফতার ও আওয়ামী লীগের দোসরদের বিচারের...

কুমিল্লা-সিলেট মহাসড়ক;টেকসই সংস্কার ও চার লেনে উন্নীত করণের দাবীতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

আব্দুল আলীম/ দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা, সড়কের নাজেহাল অবস্থা, নিম্নমানের সংস্কারে...