বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গত ১৬ বছর আমরা অনেক ত্যাগ করেছি। বিশেষ করে— জিয়া পরিবার ও খালেদা জিয়া অনেক ত্যাগ করেছেন। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য মানসিকভাবে দৃঢ় ছিলেন। তারই ধারাবাহিকতায় আপনারা গাছে ঝাঁকি দিয়ে পাকা ফল পেড়েছেন। এই ফল পড়তো, হয়তো আর কিছুদিন সময় লাগত। তার মানে এই নয়, সব কৃতিত্ব আপনারা নেবেন। অন্যদের তাচ্ছিল্য করবেন।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে আরও বলেন, “আপনারা কেন সরকারে গেলেন? আন্দোলন করে তো দাবি আদায় করা যেত। এখন যখন সরকারে আছেন, তখন প্রশ্ন উঠছে— যে টাকা দিয়ে সারাদেশে কম্বল বিতরণ করছেন, তা আসছে কোথা থেকে? আবার রাজনৈতিক দল গঠন নিয়ে বৈঠক করছেন। খোলা জিপে ঘুরছেন, টাকা কোথা থেকে আসছে? এই প্রশ্ন করার অধিকার জনগণের রয়েছে। যারা আন্দোলনে ছিল, তারা জীবন দিয়েছেন, কিন্তু আজ কিছু প্রশ্ন করা গেলেই সেটি অপরাধ হয়ে যাবে?”
তিনি আরো বলেন, “যদি জাতিকে বিভক্ত করা হয়, তাহলে সেটা আওয়ামী লীগের প্রকৃতিকে আড়াল করার চেষ্টা হবে। বিভাজন সৃষ্টি হলে মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যাবে এবং আওয়ামী লীগের অপকর্মগুলি ঢেকে যাবে। ইতিহাসে যা ঘটেছে তা লিপিবদ্ধ থাকবে, তাই বিভাজন সৃষ্টি না করে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।”