দখলদার বাহিনী গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং সেখানকার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।
দক্ষিণ গাজার রাফাহ এবং খান ইউনিসের মধ্যবর্তী তথাকথিত মোরাগ করিডোরে ইসরাইলি বাহিনীর অবস্থান পরিদর্শনকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাৎজ বলেছেন, গাজায় অভিযানের লক্ষ্য হলো উপত্যকাটিতে আটক ইসরাইলি বন্দিদের মুক্তির জন্য চাপ বৃদ্ধি করা এবং হামাসকে পরাজিত করা।
তিনি দাবি করেন, ইসরাইলি সেনাবাহিনী ‘গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করে ফেলছে।’
কাৎজ আরও বলেন, বিস্তৃত এলাকা দখল করে (গাজার) ইসরাইলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা হচ্ছে, যার ফলে গাজা আরও ছোট এবং বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
শিগগিরই একটি নতুন করিডোর (মোরাগ) প্রতিষ্ঠিত হবে উল্লেখ করে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটি হবে নেতজারিমের মতো, যা উত্তর গাজাকে মধ্য ও দক্ষিণ অংশ থেকে আলাদা করে। এটি মূলত খান ইউনিস এবং রাফার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে, যার ফলে হামাসের পক্ষে কাজ করা আরও কঠিন হয়ে পড়বে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে’ ইসরাইল গাজার বাসিন্দাদের জন্য স্বেচ্ছাসেবী অভিবাসন পরিকল্পনা প্রচার এবং তা বাস্তবায়নের জন্য কাজ করছে বলেও জানান ইসরাইল কাৎজ। সূত্র: মিডল ইস্ট মনিটর