27 C
Dhaka
Tuesday, September 17, 2024

গাজায় ইসরাইলি বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

ইসরাইল মঙ্গলবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি কারাগারে প্রখ্যাত এক ফিলিস্তিনি বন্দী ৮৭ দিন অনশন ধর্মঘটে পর মারা যাওয়ার ফলে সৃষ্ট উত্তেজনার মধ্যে মঙ্গলবার (০২ মে) রাতে এই হামলা চালায় তারা।

ইসরাইলি বিমান হামলার আগে গাজা থেকে রকেট নিক্ষেপ করা হয়। গাজা নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইলি বিমানগুলো গাজা নগরীর দুটি স্থানে আঘাত হানে।

কাদের আদনানের মৃত্যুর পর ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের রাস্তায় রাস্তায় নেমে আসে শত শত লোক। ফিলিস্তিনি নেতারা একে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, মৃত্যুর খবরের পর গাজা থেকে ২৬টি রকেট নিক্ষেপ করা হয়। দুটি দক্ষিণাঞ্চলীয় নগরী সদারটে আঘাত হানে। এতে তিনজন আহত হয়। এদের মধ্যে ২৫ বছর বয়স্ক এক বিদেশীও রয়েছেন।

হামাস ও ইসলামি জিহাদ এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে তেল আবিব গাজা সিটি এবং খান ইউনিসে গোলা বর্ষণ করে। এতে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

পশ্চিম তীরের হেবরন শহরে সাধারণ ধর্মঘট পালিত হয়। অনেক বিক্ষোভকারী ইসরাইলি সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করে। জবাবে ইসরাইলি সৈন্যরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক মোস্তফা বারঘুইতি বলেন, কাদের আদনানের মৃত্যু ছিল ‘জঘন্য হত্যাকাণ্ড।’ ফিলিস্তিনি বন্দীদের প্রতিরোধের চেতনা ভাঙার জন্য তাকে হত্যা করা হয়েছে।

ইসরাইল প্রায়ই ফিলিস্তিনিদের প্রশাসনিক বন্দী করে রাখে। তারা জানতেও পারে না তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে। তাদেরকে বিনা বিচারে বছরের পর বছর আটক থাকতে হয়। তারা শেষ হাতিয়ার হিসেবেই অনশন ধর্মঘটকে বেছে নেন।

মোস্তফা বলেন, এভাবে আটক রাখা ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পুরোদস্তুর বিদ্রূপ।’

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...