দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি: গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে করেছে দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামের সর্বস্তরেরর তৌহিদি জনতা।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা মোহাম্মদপুর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মার্কেটে এসে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
এসময় তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান। আগ্রাসনের প্রতিবাদে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী বিভিন্ন পোস্টার, ফেস্টুন নিয়ে জড়ো হন। স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভার আহ্বায়ক মুফতি এনামুল হাসান ফরহাদ বলেন, জাতিসংঘের দায়িত্ব হচ্ছে মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া। ফিলিস্তিনের মুসলমানদের হত্যার বিষয়ে জাতিসংঘের কোনো প্রতিবাদ আমরা দেখছি না।
সাংবাদিক মো.শাহজালাল ও আবুল হোসেন এর সঞ্চালায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ্ ভূইয়া, অধ্যাপক শহিদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, মাওলানা আবদুস ছামাদ, মাওলানা মাহফুজুর রহমান,মাওলানা তানভীরুল ইসলাম খান,মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।