ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।
শুক্রবার (১৮ মে) এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবু উবেইদা জানিয়েছেন, রাফাহ এবং গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে। ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘ হোক না কেন তার ফলাফল শূন্য। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।
হামাসের এই মুখপাত্র বলেন, জনগণের স্বার্থে আমরা পুরোপুরি লড়াই বন্ধে রাজি আছি। তবে আমরা শত্রুদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছি। তাদের কোনো অর্জন নেই। যুদ্ধেক্ষেত্রে তারা তাদের সৈন্যই হারাচ্ছে।
তিনি বলেন, হামাসের ব্যাপক শক্তি রয়েছে এ কথা বলছি না, তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।
আবু উবেইদা বলেন, হামাস ইসরায়েলি শতাধিক যুদ্ধজানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যার মধ্যে রয়েছে, ট্যাঙ্ক, সেনাবাহিনী বহনকারী যান এবং বুলডোজার।
এছাড়া হামাস টানেলে হামলাসহ রকেট ও মটার শেলের মাধ্যমে অনেক ইসরায়েলি সেনার প্রাণ নিয়েছে, যোগ করেন এই হামাস মুখপাত্র।