সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গাজা থেকে বিচ্ছিন্ন রাফা, যুদ্ধ বন্ধে ইসরায়েলকে ট্রাম্পের চাপ

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১২ এপ্রিল) ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মোরাগ করিডোর’ নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ পথ নিয়ন্ত্রণে নেওয়ার মধ্য দিয়ে রাফাকে পুরো গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনী এখন রাফাকে ঘিরে ‘নিরাপত্তা অঞ্চল’ ঘোষণা করেছে এবং সেখানকার বাসিন্দাদের ওই এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে রাফা এখন কার্যতভাবে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, মোরাগ করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে রাফাকে ঘিরে ফেলা হয়েছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি গাজার বাসিন্দারা হামাসকে হটানোর ও জিম্মিদের মুক্ত করার পদক্ষেপ না নেয়, তাহলে গাজার অন্য এলাকাগুলোতেও অভিযান ছড়িয়ে পড়বে।

তিনি আরও জানান, গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের তৈরি নেটজারিম করিডোরও সম্প্রসারিত করা হবে, যা গাজার পুরো ভৌগোলিক কাঠামোকে ভেঙে দেয়ার পরিকল্পনারই অংশ।

এর আগে সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর এবং খান ইউনিসের কাছাকাছি মোরাগ করিডোর দখল করে নিয়েছিল ইসরায়েলি বাহিনী। মোরাগ করিডোর দখলের মধ্য দিয়ে এখন রাফা কার্যত খান ইউনিস থেকেও বিচ্ছিন্ন।

এদিকে, রাফা এবং পুরো গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ।

সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ব্যক্তিগতভাবে গাজায় যুদ্ধ থামানোর পক্ষে অবস্থান নেন। যদিও প্রকাশ্যে তিনি নেতানিয়াহুর প্রশংসা করেন, তবে গোপনে তিনি নেতানিয়াহুকে তিন সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন, যাতে সব জিম্মির মুক্তি নিশ্চিত করা যায়।

গাজায় ইসরায়েলি হামলা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয় হামাসের সঙ্গে সরাসরি সংঘর্ষের মধ্য দিয়ে। তারপর থেকে এক সপ্তাহের জন্য নভেম্বরে এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৫০ দিনের মতো যুদ্ধবিরতি হলেও বাকি সময়জুড়ে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছিল সবচেয়ে বেশি।

ইয়েদিওথ আহরোনোথ জানায়, ট্রাম্প চান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি হোক এবং জিম্মিদের মুক্তি দিয়ে ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপন সহজতর করা হোক। মধ্যপ্রাচ্য নিয়ে তার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই গাজা যুদ্ধ বন্ধে এই চাপ প্রয়োগ করা হচ্ছে।

পত্রিকাটি আরও জানায়, ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন একটি নতুন চুক্তি তৈরিতে কাজ করছে।

এদিকে টাইমস অব ইসরায়েল জানায়, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইসরায়েলি নিরাপত্তা পরিষদের সঙ্গে একটি বৈঠকে বসেন নেতানিয়াহু। সেখানে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়।

পরে নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি ইলকানা বোহবোত এবং রোম ব্রাসলাভস্কি নামের দুই জিম্মির পরিবারের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেছেন যে, জিম্মিদের মুক্ত করতে আলোচনা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ফ্যাসিবাদী মুখাকৃতি সামনে রেখে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন নিয়ে সকাল থেকেই রমনার বটমূল ছিল নানা আয়োজনে মুখরিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে নানা আয়োজন, অনুষ্ঠিত হলো শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সারাদেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সকালে বর্ষবরণে উদযাপনে অনুষ্ঠিত হয়েছে 'আনন্দ শোভাযাত্রা’।   সোমবার (১৪ এপ্রিল) সকাল...

চারুকলা থেকে বের হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি...

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা...

সম্পর্কিত নিউজ

ফ্যাসিবাদী মুখাকৃতি সামনে রেখে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন নিয়ে সকাল থেকেই রমনার বটমূল ছিল নানা আয়োজনে মুখরিত। ঢাকা...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে নানা আয়োজন, অনুষ্ঠিত হলো শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সারাদেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।...

চারুকলা থেকে বের হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা...