আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইত গাজা যুদ্ধকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, গাজায় আগ্রাসন চালিয়ে যে গণহত্যা চালানো হচ্ছে তা বন্ধ করতে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে।
বেইজিংয়ে চায়না-আরব স্টেটস কো-অপারেশন ফোরামে উদ্বোধনী অধিবেশনে তিনি বক্তব্য রাখছিলেন। এই ফোরামটি প্রতিষ্ঠা করা হয় ২০০৪ সালে কায়রোতে। এর সদস্য আরব লিগও।
সম্মেলনে আবুল গেইত বলেন, ফিলিস্তিনি জনগণ, তাদের আত্মমর্যাদা এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চীনের ভূমিকা ও অব্যাহত সমর্থনের মূল্যায়ন করি আমরা। চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য। এ জন্য ফিলিস্তিন ও ইসরাইলকে কেন্দ্র করে দ্বিরাষ্ট্রভিত্তিক একটি সমাধানের জন্য বৈশ্বিক পর্যায়ে আরও বড় ভূমিকা রাখতে চীনের প্রতি আহ্বান জানান আবুল গেইত।
তার মতে, এর মধ্য দিয়ে ১৯৬৭ সালের ৪ঠা জুন ফিলিস্তিন সীমান্ত নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
তিনি আরও বলেন, বিশেষ কিছু সংকট নিয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় জোর দিয়েছে আরব লিগ ও তার সদস্য রাষ্ট্রগুলো। চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আরব লিগের সমর্থন নিশ্চিত করেন।
তিনি বলেন, এক চীন নীতিতে অটল তারা। আরব ও চীনা সমাজের উভয়ের জন্য একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের জন্য সব প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ আরব লিগ।