গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম হত্যার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিনিধিরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে শহীদ মিনার চত্বরে নিহত কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আওয়ামীলীগের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালোসহ নানা স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের বলেন, গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাশেম ভাইকে হত্যা করেছে। ৫ তারিখে আওয়ামী লীগ পালানোর পর থেকে আমার ভাইদের গুপ্তহত্যা চালানো হচ্ছে। আমরা এখনো ঘরে ফিরে যাইনি। স্পষ্টভাবে আমরা বলতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
জাতীয় নাগরিক কমিটির সদর প্রতিনিধি ওসমান গণী রাসেল বলেন, আমাদের কাশেম ভাইকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা, ফেনীবাসী, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।