গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুন লেগে অসংখ্য দোকান পুড়ে ছাই। দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা শাপলা ম্যানশনের পিছনের হাজী নুরুল হক গং কাঁচা বাজারে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচা বাজারের একটি মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুণের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো কাঁচাবাজারে ছড়িয়ে পড়ে আগুন।
ফায়ার সার্ভিস জানায়,সকাল ৬ টার দিকে কাঁচাবাজারে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস থেকে ৩ ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরবর্তীতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।