গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মুসলিম এভিয়েশন হজ্জ গ্রুপের উদ্যোগে ২০২৫ সালের হজ্জযাত্রীদের নিয়ে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাজাবাড়ী এলাকার একটি অভিজাত রিসোর্টে আয়োজিত কর্মশালায় প্রায় ১২০ জন হজ্জযাত্রী অংশগ্রহণ করেন।
কর্মশালায় ধর্মীয় দিকনির্দেশনা ও হজ্জের নিয়মকানুন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুসলিম এভিয়েশন হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুফতি আজিজুল হক।
বক্তারা বলেন, হজ্জ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধির এক মহান অভিযাত্রা। যথাযথ নিয়ম, শৃঙ্খলা ও আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে হজ্জ আদায় করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব।
প্রশিক্ষণ শেষে হাজীদের মাঝে ভ্রমণ ব্যাগ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ছাতা ও পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সৌদি আরবে অবস্থানকালে হাজীদের সার্বক্ষণিক সেবা দিতে গ্রুপের পক্ষ থেকে পৃথক সেবা টিম নিয়োজিত থাকবে।
আয়োজিত হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মুফতি হাবিবুর রহমান, কোনাবাড়ী ওলামা পরিষদের সভাপতি মুফতি উবায়দুল্লাহ বিন সাইদ এবং বিএনপির কোনাবাড়ী মেট্রো থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।