গাজীপুর সদর উপজেলার ফু-ওয়াং ফুডস্ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে টানা ২য় দিনের মতো সকাল থেকে কারখানা অভ্যন্তরে কর্মবিরতি পালন করছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-ওয়াং ফুডস্ লিমিটেড (খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার শ্রমিকরা চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ শুরু না করে কারখানার অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচী পালন করছে।
প্রসঙ্গত, গত ০৮ এপ্রিল ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আমির হোসেনকে লাঞ্চিত করে। পরবর্তীতে শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের সাথে আলোচনা করে চলতি মাসের ২০ তারিখ ফেব্রুয়ারি মাসের বেতন এবং আগামী ১০ মে মার্চ মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু, কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আমির হোসেনকে লাঞ্চিত করার ঘটনায় ৭ জন শ্রমিক এবং ৫ জন স্টাফকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ দেয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) শ্রমিকেরা সকালে নোটিশ দেখে উত্তেজিত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ তুলে নেয়ার দাবি জানায়। এক পর্যায়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন শুরু করে এবং বিকেল ৫টায় কারখানা থেকে চলে যায়।
পরবর্তীতে আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাবে তারা।