একটি দুর্ঘটনা কেড়ে নিলো একসাথে তিনটি প্রাণ। নিভে গেলো একটি পরিবারের স্বপ্ন। গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালেন নাটোরের গুরুদাসপুরের আনোয়ার হোসেন, তার স্ত্রী আঁখি আক্তার ও মাত্র দুই বছরের কন্যা আন্নি খাতুন।
মঙ্গলবার(২০ আগস্ট) সকাল ১০টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। পরিবারের স্বপ্ন ছিলো সংসার নিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার কিন্তু সেই স্বপ্ন ভেঙে মুহূর্তেই পরিণত হলো চিরশোকে।
শিশু আন্নি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবা-মাকে হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।
আনোয়ারের চাচা মেহের আলী বলেন, আমার ভাতিজা সংসারের স্বপ্ন নিয়ে ঢাকা যাচ্ছিলো, কিন্তু ভাগ্য এত নিষ্ঠুর হবে ভাবিনি।
এক পরিবারের তিনজনের মৃত্যুতে মুকিমপুর গ্রামে শোকের মাতম, কান্নায় ভেঙে পড়েছে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।