গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান এ ঘোষণা দেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে পুলিশের কমিশনার এই কথা জানান। তিনি বলেন, হামলার ঘটনার পর পুলিশের প্রতিক্রিয়া সঠিক ছিল না, এবং তিনি দেরি করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তিনি আরো বলেন, “দুই ঘণ্টা পর আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, তাই আমি তাকে বরখাস্ত করব।”
ড. নাজমুল করিম খান বলেন, যারা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সহযোগিতা করবে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া হবে না। তিনি জানান, ইতোমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী রাতে চিরুনি অভিযান চালিয়ে বাকি অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
কমিশনার আরো বলেন, “আমি নিজেও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। সেই সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট পাঠানো হয়েছিল, কিন্তু এখন আমি আবার পুলিশ কমিশনার হয়ে ফিরেছি।”
গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত হলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।