ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে ১৪১ জনের মৃত্যুর ঘটনায় শোকাচ্ছন্ন হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বিভীষিকাময় মৃতদের কথা স্মরণ করতে গিয়ে সোমবার আবেগপ্রবণ হয়ে মোদি বলেন, জীবনে এমন দুঃখ কমই পেয়েছেন তিনি। আনন্দবাজারের খবর।
গুজরাটের বনসকাঁথায় এক সমাবেশে ভাষণদানকালে ছলছল করছিল তাঁর চোখ।তিনি বললেন, এটিখুবই যন্ত্রণাদায়ক ঘটনা।রবিবার সন্ধ্যায় ব্রিটিশ আমলে তৈরি শতবর্ষী ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। এই ঘটনায় মৃতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, গুজরাটের জন্য গোটা দেশ প্রার্থনা করছে। আমার জীবনে এমন দুঃখ খুব কমই পেয়েছি। একদিকে আমার মন ভারাক্রান্ত, অন্যদিকে আমি কর্তব্য পালন করে চলেছি।
বনসাকাঁথা জেলার পূর্বনির্ধারিত সভায় তিনি যাবেন কিনা এ নিয়ে দোলাচলে ছিলেন বলে জানিয়েছেন মোদি। খুবই মর্মাহত। বহু মানুষ স্বজন হারিয়েছে। ভাবছিলাম এই সভায় আসব কি না।
তিনি বলেন, এটা উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের কর্মসূচি ছিল। যারা আমাদের সমর্থন করেছেন, তাদের জন্য এখানে আসা আমার দায়িত্বের মধ্যে পড়ে।
চলতি বছরের শেষদিকে গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে তিন দিনের সফরে নিজের রাজ্যে গেছেন মোদি। সেই সফরের মধ্যেই এই বিপর্যয়ে অনেকটা বিরোধীদের আক্রমণের শিকার হতে হচ্ছে মোদির দলকে৷