রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম খলিলুর রহমান হাসান (৩২)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২৬ জনের মৃত্যু হলো।
আজ রোববার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, হাসান আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল।
নিহতের শ্যালক জামাল হোসেন জানান, হাসানের বাবার নাম আবু আহমেদ সিদ্দিকী। তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। হাসান সিদ্দিকবাজার ফুটপাতে স্কুল ব্যাগের ব্যবসা করতেন। তাঁর স্ত্রী শাহীন আক্তার, দুই ছেলে এক মেয়ের গ্রামের বাড়িতে থাকত।
গত ৭ মার্চ বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়। দুই পাশ লাগোয়া দুটি ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলেছিল, ভবনে থাকা তিতাস গ্যাসের সংযোগ ছিদ্র হয়ে জমা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভয়াবহ এই দুর্ঘটনায় প্রথম দিনেই ঘটনাস্থলে ১৯ জন নিহত হন। এরপরে দুই দিনে ধ্বংসস্তূপ থেকে আরো দু’জনের লাশ উদ্ধার হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এপর্যন্ত মারা যায় পাঁচজন।