গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চারজনের মরদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ঘিরে এই সংঘর্ষ ঘটে।
গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস সন্ধ্যায় জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
এ দিন দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।