জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার জেরে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি সংঘর্ষ চলছে।
পরিস্থিতি সামাল দিতে আরও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা দেয়া হয়েছে।
জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বুধবার গিয়েছিল গোপালগঞ্জ জেলায়। এনসিপির এই পূর্বনির্ধারিত কর্মসূচি কেন্দ্র করে আগে থেকেই মারমুখী অবস্থানে ছিল গোপালগঞ্জের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।
এনসিপির মূল সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থলে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। এরপর সমাবেশ শেষে ফের আরেকদফায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
আকস্মিক এই হামলার প্রেক্ষিতে বর্তমানে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন এনসিপি নেতারা।
এদিকে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্রলীগের সঙ্গে চলছে তাদের দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী