যেন সম্ভাব্য অনুমতি পেতেই অপেক্ষা ছিলো তাদের। বিকেলে বিএনপির আগামীকালের সমাবেশের ভেন্যু নিশ্চিত হতেই গোলাপবাগে ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশকে প্রাণবন্ত করতে রাজধানীর গোলাপবাগ মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপবাগ মাঠে গিয়ে এমন নেতাকর্মীদের এমন চিত্র। ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশের মাঠে জড়ো হচ্ছেন তারা।
জানা যায়, সমাবেশ সামনে রেখে আরো ৫ দিন আগেই ঢাকা চলে গিয়েছেন দক্ষিণবঙ্গের বিএনপি নেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ঢাকা এসেছেন অনেকে। তবে গতকাল বৃহস্পতিবার একাধিক শীর্ষ নেতাদের আটকের পর কিছুটা সংশয় তাদের মাঝে বিরাজ করছে।
এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির বিষয়টি তাদের জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের গ্রেফতার বিষয়ে আমরা আইনগতভাবে মোকাবিলা করব। আগামীকাল গোলাপবাগে আমাদের সমাবেশ হবে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার বেলা ১১টায় গণসমাবেশ শুরু হবে।
তিনি জানান, গণসমাবেশে ঘোষণা হবে সরকার পতনের ১০ দফা কর্মসূচি। সবাইকে উপস্থিতি হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকাবাসী বিএনপির সঙ্গে আগামী দিনে যুগপৎ আন্দোলনে শরিক হবেন।