ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশু ও দুই নারী রয়েছেন। রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে গৌরীপুরের চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা কুলছুমা বেগম (৯৫), দিলরুবা (৪০) এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে একটি বালুবাহী ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়, যার ফলে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।