নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে আমাদের বাড়িঘর। তাই নারায়ণগঞ্জে কারও সঙ্গে খেলবো না। বিএনপি-জামায়াত ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তি খেলবে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাবো খেলতে, কখন কোথায় খেলবে আমাদের সময় দাও? আমরা খেলবো এবং জিতবো।
তিনি বলেন, যারা ভাবছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কিনা, এ নিয়ে সন্দেহ আছে; তাদের গ্যারান্টি দিয়ে বলছি, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় শামীম ওসমানের নেতৃত্বে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘চলতি সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবর মাসের শুরুতে দেশের মানচিত্রে থাবা দেবে ওরা। ওই সাপগুলো গর্ত থেকে বের হয়ে আবারও ছোবল দেবে। ওরা ক্ষমতায় আসার জন্য করবে না, ওরা দেশকে ধ্বংস করার জন্য এসব করবে। কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে।
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি বলেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে কোনও ধরনের আলোচনা হবে না। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা শেখ হাসিনাকে দেশে ঢুকতে দেয়নি, তাদের সঙ্গে গণতন্ত্রের কথা বলেবো? যারা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করবো? যারা ২১ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সঙ্গে গণতন্ত্র-নির্বাচন নিয়ে কথা বলবো? না, আমরা তাদের সঙ্গে কোনও কথা বলবো না। আমরা দেশটাকে তাদের হাত থেকে বাঁচাতে চাই।
শামীম ওসমান আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা আবারও শেখ হাসিনার ওপর আঘাতের চেষ্টা করবে। আমরা যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছি, তখন পৃথিবীর বড় বড় শক্তির চোখ পড়েছে। তাই শেখ হাসিনাকে আঘাতের চেষ্টা করা হবে। তবে কিছুই হবে না। ২১ বার আঘাত করেছে, কিছুই হয়নি। রাখে আল্লাহ মারে কে? ওরা বুঝবে না।
তিনি বলেন, গত ১৪ বছরে আমরা কাউকে ফুলের টোকাও দিইনি। এরপরও কেউ শেখ হাসিনাকে গালি দিলে মেনে নিতে পারবো না। আমাদের মারলে কারও কাছে বিচার দেবো না। তবে শেখ হাসিনাকে গালি দিলে কঠিন জবাব দেওয়া হবে। নারায়ণগঞ্জের মাটিতে আজকের পর যদি কেউ জাতির পিতা ও তার কন্যাকে নিয়ে অশ্লীল ভাষায় স্লোগান দেয়, আমরা ছেড়ে দেবো না। নারায়ণগঞ্জে আমাদের ভেতরে কিছু খন্দকার মোশতাক আছে। তাদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে যদি ভাবেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা—তাহলে গ্যারান্টি দিয়ে বলছি, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।
জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।