বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধি, ২০১০-এ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনার খসড়া প্রস্তাব করা হয়েছে। এতে, ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের এবং তদন্ত কর্মকর্তাদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রসিকিউটররা এখন থেকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসামি গ্রেপ্তার করতে পারবেন। এর আগে, গ্রেপ্তারের ক্ষমতা শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল। নতুন সংশোধনীর ফলে, তদন্তের সময় প্রয়োজনে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদেরও দেওয়া হচ্ছে।

২০১৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, এবং তারপর আইনে কিছু সংশোধন আনা হয়। এটি সংশোধন আনার প্রথম উদ্যোগ। এর পাশাপাশি, গ্রেপ্তারের সময় যদি তদন্ত কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করেন, তবে তার বিরুদ্ধে সাজার ব্যবস্থা রাখা হবে, এমন একটি প্রস্তাবও রয়েছে।

নতুন সংশোধনীর প্রস্তাব অনুযায়ী, গ্রেপ্তারের পর আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে। পূর্বে, গ্রেপ্তার করার পর পুলিশকে বা তদন্ত কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হতো। তবে, নতুন বিধি অনুযায়ী, ট্রাইব্যুনাল বা যেকোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে আসামি হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ট্রাইব্যুনালের কিছু ক্ষমতা কমানোর কথাও বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে, জবানবন্দি গ্রহণের সময় আইনজীবীর উপস্থিতির বিষয়টি, যা এখন সংশোধন করা হতে পারে। এছাড়া, তদন্ত চলাকালীন গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান এবং জব্দকৃত বস্তুর বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেওয়ার বিষয়টিও কার্যবিধিতে যুক্ত হতে পারে।

এ সকল সংশোধন আইন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এম বদরুদ্দোজা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, এ বিষয়ে মন্তব্য করেছেন যে, তদন্ত কর্মকর্তাদের গ্রেপ্তারির ক্ষমতা দেওয়া হলে তারা তদন্তে আরো সাহসী হতে পারবেন। তবে, তিনি সতর্কতা অবলম্বন করে বলেন, যদি এই ক্ষমতার অপব্যবহার ঘটে, তবে সাজার ব্যবস্থা রাখা জরুরি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত...

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী...

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা বেনাপোল বন্দরে, ক্ষতির মুখে কোটি কোটি টাকার পণ্য—উদ্ধারে প্রশাসন

টানা বৃষ্টির পানিতে ডুবে আছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের একাধিক এলাকা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে...

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি

২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)পাঠানোর বিষয়টি...

সম্পর্কিত নিউজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি...

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী...

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা বেনাপোল বন্দরে, ক্ষতির মুখে কোটি কোটি টাকার পণ্য—উদ্ধারে প্রশাসন

টানা বৃষ্টির পানিতে ডুবে আছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের একাধিক এলাকা। পানি নিষ্কাশনের ব্যবস্থা...