ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক। আগের ম্যাচটা খেলেছিলেন ভারতের মাঠে। সেই হিসেবে এ এক নতুন অভিষেক হামজার। আর সেটা রাঙাতে সময় নিলেন মোটে ৫ মিনিট।
যে জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ সেই জামাল-হামজা জুটিই এনে দিল গোল। কর্নার থেকে জামাল ভূইয়ার মাপা শটে হেড করেন হামজা। লিড পায় বাংলাদেশ।
ম্যাচটা বাংলাদেশ শুরু করেছে ৪-২-৩-১ ফর্মেশনে। ফাহামিদুল ইসলাম, কাজেম শাহ দুই প্রবাসী ফুটবলারই আছেন শুরুর একাদশে। কাজেম-জামাল রসায়নে শুরুতেই ছিল গোলের সম্ভাবনা। তবে গোল এসেছে সেই হামজার সুবাদেই।