দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থী অনলাইনে প্রতারণার শিকার হয়েছিলেন। চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তারা অগ্রিম টাকা পরিশোধ করলেও পণ্য পাননি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এমন অভিযোগের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই আহনাফ নাবিল ৭ মাসের প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে টাকা উদ্ধারে সফল হন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উদ্ধার হওয়া টাকা থানা পুলিশ স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়।
টাকা ফেরত পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এতদিন পরও ফেরত পাওয়া সম্ভব হবে, তা আমরা ভাবেনি।
এ বিষয়ে সহকারী শিক্ষক আল মামুন সরকার বলেন, আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পুলিশের প্রচেষ্টায় টাকা ফেরত পেয়ে কৃতজ্ঞ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অনলাইনে লেনদেনে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণার অভিযোগ পেলে পুলিশ যথাসাধ্য ব্যবস্থা নেয়।