নাটোরের লালপুরে দীর্ঘ ৪০ বছর মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করায় মাওলানা মো: জিল্লুর রহমান নামে ৭০ বছরের এক ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন গোসাইপুর মিল্কীপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীরা।
তিনি দীঘা উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছেন সেই অনেকদিন আগে। এখন আবার মসজিদের ইমামতি থেকে বিদায় নিলেন।
শুক্রবার (০৪ এপ্রিল) লালপুর উপজেলার গোসাইপুর মিল্কীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমানকে নানা আয়োজন ও রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। একটানা ৪০ বছর এলাকার বড় একটি মসজিদে ইমামতি করার পর মুসল্লিদের এমন ভালোবাসায় সম্মানিত হয়ে আনন্দ এবং খুশিতে কেঁদে ফেলেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, লালপুর উপজেলার ইতিহাসে একজন মসজিদের ইমাম সাহেবকে এমন রাজকীয় বিদায় এই প্রথম বলেও জানান স্থানীয়রা।