শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeদুর্ঘটনাচকবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন

চকবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শুক্রবার দিবাগত রাত (২৩ মার্চ) সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, ইসলামবাগের একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ৭টি ইউনিট যোগ দেয়।

গিঞ্জি গলির আগুন লাগায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের। এদিকে আশপাশে বাসাবাড়ি থাকা স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, ভবনটিতে জুতার কারখানা ছিল। যে কারণে সেখানে দাহ্য পদার্থ ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে তাই বেগ পেতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ