চট্টগ্রামে এক সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৪ দলের স্লোগান দেওয়াকে ঘিরেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে পাহাড়তলীর কাউন্সিলর ওয়াসিম উদ্দিনসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (৩১ মে) বিকালে পৌনে ৫টার দিকে নগরের জেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় নেতাদের সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর পর চট্টগ্রামে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বুধবার দুপুর থেকে নগরের লালদীঘি এলাকার জেলা পরিষদ চত্বরে চলা এ সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের দুইটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন বলেন, সমাবেশে হঠাৎ দুইটি পক্ষ বিশৃঙ্খলা শুরু করে। সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে এ মুহূর্তে পরিস্থিতি শান্ত হয়েছে।