চট্টগ্রামে একটি প্রাইভেটকারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি করে দুই জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার ভোরে নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। তাদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে। আহতরা হলেন, রবিন ও হৃদয়।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, বাকলিয়া রাজাখালী ব্রিজ থেকে প্রাইভেটকারটিকে ধাওয়া করা হয়। পরে চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোডের সেটিকে থামিয়ে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হয়েছেন।
কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে, তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।